ডেস্ক রিপোর্ট: যশোরের কেশবপুরে যুবদলের নেতা সুজন রহমান (২৮) এক ড্রাইভারের স্ত্রীকে (২৪) নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, কেশবপুর উপজেলা যুবদলের নেতা সুজন (২৮) একই উপজেলার বাজিতপুর গ্রামের আল-মামুনের স্ত্রী ও এক সন্তানের জননীর সাথে পরকীয়ার জের ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।
গৃহবধুর স্বামী ড্রাইভার আল মামুন জানান, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ দিঘিরপাড় এলাকার শাহীনুর রহমানের মেয়ে শাবনাজ খাতুনের সাথে সাত বছর পূর্বে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
সম্প্রতি পৌর শহরের সাবদিয়া এলাকার হাকিম মোড়লের ছেলে বহু বিবাহের নায়ক সুজন বিভিন্ন অজুহাতে তাদের বাড়িতে যাতায়াত করতো এবং বিভিন্নভাবে তার স্ত্রীকে উত্ত্যক্ত করতো। যুবদলের নেতা হওয়ার সুবাদে সুজন এলাকার প্রভাবশালী হওয়ায় লোকজন দিয়ে নিষেধ করেও লাভ হয়নি। ড্রাইভারি করার কারণে বাড়ির বাইরে থাকার সুযোগে রবিবার তার স্ত্রীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায় সে। যাবার সময় দেড় লক্ষাধিক টাকা ও তিন ভরি সোনা নিয়ে যায়। ড্রাইভারি করে জমানো টাকা ও সোনা হারিয়ে নিংস্ব হয়ে বর্তমানে ড্রাইভার আল মামুন তার শিশু সন্তান নিয়ে পথে পথে ঘুরছে।
এঘটনায় তিনি কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান তিনি।

