করোনার নয়া রূপ হবে আরো ভয়ঙ্কর, সক্ষম টিকাকে এড়িয়ে যেতেও

আরো পড়ুন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের ধরন ওমিক্রনের ধাক্কা পেরিয়ে ক্রমেই সুস্থ হওয়ার চেষ্টা করছে দেশ তথা গোটা বিশ্ব। কিন্তু এরই মধ্যে আরো এক বার উদ্বেগ বাড়িয়ে দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সতর্কবার্তা।

সাম্প্রতিকতম সাংবাদিক সম্মেলনে হু’র পক্ষ থেকে অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন , আগামী দিনে কোভিডের যে নয়া রূপ আসতে চলেছে, সেটি ওমিক্রনের তুলনায় অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে। কারখভ বলেন, পরের যে রূপটি চিন্তার কারণ হবে তা নিশ্চিত ভাবেই অনেক বেশি সংক্রামক হতে চলেছে। কারণ সেটিকে বর্তমান রূপগুলিকে ছাপিয়ে যেতে হবে। আসল প্রশ্ন হলো, আগামী রূপগুলির মারণ ক্ষমতা কতটা বেশি হবে।

পাশাপাশি তার মতে, আগামী রূপগুলি আরো সহজে টিকাকে এড়িয়ে যেতেও সক্ষম হবে। কাজেই অতিমারি শেষ হয়ে যাওয়ার কোনো রকম আশা এখনই দেখা যাচ্ছে না বলেই মত তার। তবে টিকা এড়িয়ে সংক্রমিত করতে পারলেও টিকা প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে রোগের প্রকোপ হবে কম।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ