চৌগাছায় ৫৯ মোটরসাইকেল জব্দ

আরো পড়ুন

প্রতিনিধি: যশোরের চৌগাছায় ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে ৫৯ মোটরসাইকেল জব্দ করেছে। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহরের মৃধাপাড়া মহিলা কলেজ মোড় ও ছুটিপুর বাসস্ট্যান্ড মোড়ে অভিযান চালিয়ে এই মোটরাইকেল জব্দ করা হয়।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমারের নেতৃত্বে নিবন্ধন সনদ না থাকা, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল জব্দ করে চৌগাছা থানা হেফাজতে দেন। এসময় মোটরসাইকেল চালকদের নামে মামলা দেয়া হয়।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার বিশ্বাস বলেন, জরিমানার টাকা পরিশোধ করে নিবন্ধনভুক্ত গাড়ির মালিকরা মোটরসাইকেল ফেরত নিতে পারবেন। নিবন্ধনবিহীন গাড়িগুলো নিবন্ধন করে ও জরিমানা পরিশোধ করে ফেরত নিতে হবে। তিনি বলেন, ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী এই অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ