নিয়োগ বাণিজ্যে জড়িত শিক্ষক ও কর্মচারীর অপসারণ দাবি

আরো পড়ুন

প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ বাণিজ্যের নিউজ প্রকাশিত হওয়ায় সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সমিতি। শনিবার দুপুর ১২ টায় যবিপ্রবির মাইকেল মধুসূদন ও কাম গ্রন্থাগার ভবনের সামনের সড়কে তিন শতাধিক কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

যবিপ্রবি কর্মকর্তা ও কর্মচারী সমিতির সম্মিলিত ব্যানারে মানববন্ধনে বিভিন্ন দাবি তুলে ধরেন নেতাকর্মীরা। বক্তারা বলেন, বিগত কয়েকদিন আগে একটি জাতীয় দৈনিকে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ ও কর্মচারী কে এম আরিফুজ্জামান সোহাগকে নিয়ে নিয়োগ বাণিজ্যের সংবাদ প্রকাশিত হওয়া সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। কর্মচারী নিয়োগ বোর্ডে অধ্যাপক ড. জাহিদের সদস্য পদের মেয়াদ উত্তীর্ন হওয়ার পরও ৮/৯ মাস স্বপদে বহাল রয়েছেন।

অভিযুক্ত ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা রিজেন্ট বোর্ড ও তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ বোর্ড হতে অনতিবিলম্বে অপসারণ করার দাবি জানান তারা। তাছাড়া নিয়োগ বাণিজ্যের অন্যতম সহযোগী কর্মচারী কে এম আরিফুজ্জামান সোহাগকে কর্মকান্ডের জন্য বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি-দাওয়া মানা হচ্ছে না বলেও অভিয়োগ করেন তারা। যতক্ষণ দাবি মানা না হবে ততক্ষণ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি ও রিজেন্ট বোর্ডেও সকল কর্মকান্ড হতে বিরত থাকবেন বলে হুশিয়ারিও দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হেলালুর ইসলাম প্রমুখ।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ