যশোরে অস্ত্রসহ যুবক আটক

আরো পড়ুন

প্রতিনিধি : যশোরে দেশিয় অস্ত্রসহ তুরান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তুরানসহ তিনজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৪/৫জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে। তুরান সদর উপজেলার ছোট দোগাছিয়া গ্রামের আবু কালামের ছেলে। এই মামলার পলাতক অপর দুই আসামি হলো, খামার বাগডাঙ্গা গ্রামের ফসিয়ারের ছেলে আল আমিন ও বাবু বাজারের ইমরান।

সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম জানিয়েছেন, ক্ষমতার দাপট দেখানোর জন্য ধারালো অস্ত্র নিয়ে গত শুক্রবার দুপুরে এলাকার বাগডাঙ্গা বাবু বাজারের আয়শা ফার্মেসির সামনে জড়ো হয় তুরান। গোপন সংবাদের ভিত্তিতে জানতে এসআই ওয়াসিম আকরামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে যান। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও তুরান নামে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। শনিবার আটক তুরানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

জাগোবাংলাদেশ/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ