নিজস্ব প্রতিবেদক : পুত্রের মেয়ের কোচিং শেষে মোটরসাইকেলে নিয়ে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাত হারালেন আজিজুর রহমান নামে সাবেক এক পুলিশ সদস্য। এ ঘটনায় নাতনী মনি সুস্থ আছেন। শনিরাব সন্ধ্যার দিকে যশোর শহরের আরবপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহত যশোর শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকার মৃত মোহর আলীর ছেলে।
আহতের ছেলে সুমন জানান, সন্ধ্যার দিকে তার পিতা আজিজুর রহমান ধর্মতলা কোচিং সেন্টার থেকে মনিকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আরবপুর মোড়ে পৌছালে একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার ডান হাত কাটা পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জরুরি বিভাগের ডা. রায়হান কবির জানান, ঘটনাস্থলে আহতের ডান হাত কেটা পড়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আজিজুরের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

