আলিনা জুট মিলস্ অগ্নিকান্ড প্রায় দুই কোটি টাকার ক্ষতি

আরো পড়ুন

প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় আলিনা জুট মিলস্ লিমিটেডে অগ্নিকান্ডে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় শ্রমিক, ম্যাকানিক ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।

জানা যায়,  সকাল ৯টার দিকে ঝিকরগাছার সাগরপুর গ্রামে অবস্থিত আলিনা জুট মিলস্ লিমিটেডের ২নং ইউনিটে একটি মটর ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে মিলে আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিলের মধ্যে গ্যাস ও পানি দিয়ে শ্রমিক ও ম্যাকানিকরা আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের ঝিকরগাছার দুটি ইউনিট ও যশোরের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিলের আনুমানিক ৪০ টন হ্যাসিয়ান ক্লথ, ১৫টি ম্যাশিনসহ ইউনিটের প্রায় সব জিনিষপত্র পুঁড়ে ছাঁই হয়েছে। শ্রমিকরা কিছু হ্যাসিয়ান ক্লাথ উদ্ধার করে। আগ্নিকান্ডে মিলের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

মিলের ফ্লোর সুপারভাইজার জয়নাব আক্তার নীলা জানান, সকালে মিলের একটি মটর ব্লাস্ট হয়ে আগুন ধরে যায়। ১/২ মিনিটের মধ্যে মিলের আগুন ছড়িয়ে পড়ে। কিছু শ্রমিক ও ম্যাকানিক মিলের মধ্রে গ্যাস ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে পাশের খাল থেকে পানি তুলে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিলের ব্যবস্থাপক মাহাফুজুল ইসলাম জানান, অগ্নিকান্ড মিলের অনেক ক্ষতি হয়েছে। আনুমানিক ৪০ টন হ্যাসিয়ান ক্লথ, ১৫টি ম্যাশিনসহ ইউনিটের প্রায় সব জিনিষপত্র পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

জাগোবাংলাদেশ/পি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ