প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা ১২ ও হরিণাকুন্ডু উপজেলার ৮ ইউনিয়নের ভোট গ্রহনের লক্ষ্যে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট বাক্সসহ অন্যান্য ভোটের সামগ্রী বুঝে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। তবে ব্যালট পেপার ভোটের দিন সকালে প্রেরণ করা হবে।
আগামিকাল ৫ জানুয়ারি পঞ্চম ধাপে এ দুই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এরমধ্যে শৈকুপায় ১১২ ও হরিণাকুন্ডুতে ৮২ কেন্দ্রে ভোট নেওয়া হবে। এসব কেন্দ্রে ৮০ ভাগ ঝুকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। সুষ্ঠ্য ভোট গ্রহনের জন্য ৬ প্লাটুন বিজিব, ১৫৭৪ পুলিশ এবং ৩২৯৪ আনসার মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং করেন। এসময় ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে সুষ্ঠ্য পরিবেশ বজায় রাখতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের কঠোর দিক-নির্দেশনা দেওয়া হয়। কেউ ভোটারদের বাধা দেওয়া কিংবা অপ্রিতীকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহম্মেদ জানান, তফসীল ঘোষনার পর থেকে উপজেলার কয়েকটি ইউনিয়নের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠে। ভোটের প্রচারনাকে কেন্দ্র করে দুইজন খুনের পর তা আরো অবনতি ঘটে। তবে সুষ্ঠ্যভাবে ভোট গ্রহনের জন্য পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগ করা হয়েছে।
তফসীল ঘোষনার পর থেকে নির্বাচনী এলাকায় ভোটের প্রচারনাকে কেন্দ্র দুই হত্যার ঘটনাসহ একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ফলে ভোটারদের মধ্যে উৎসাহ এবং শঙ্কা দুই-ই রয়েছে বলে জানান সাধারন ভোটাররা।
জাগোবাংলাদেশ/এমআই

