যশোর প্রতিনিধি: যশোরে থার্টি ফাস্ট নাইটে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলো- যশোর শহরতলির ঝুমঝুমপুরের রাজুর বাড়ির ভাড়াটিয়া রবিউলের ছেলে রাজিবুল ইসলাম (১০), একই এলাকার নজির ইসলামের ছেলে সোহেল রানা ও চানপাড়ার এলাকার মামুনের ছেলে মহিউদ্দিন।
যশোর শহরের সিটি কলেজপাড়ার বাসিন্দা ভুক্তভোগীর কিশোরীর ভাইয়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, তার কিশোরী বোন বান্ধবীদের নিয়ে গত ৩১ ডিসেম্বর বছরের শেষ দিনে বিকাল ৪টার দিকে ভৈরব নদীর পাড়ে ঘুরতে যায়। এসময় আসামিরা কৌশলে অপহরণ করে তাকে ঝুমঝুমপুর আবুজার নির্মণাধীন বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণচেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা বোনে ঠেটের ওপর ও ডান হাতের কবজির ওপর সিগারেটের আগুন দেয়। এলোপাতাড়িভাবে মারপিট করে। বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার শারমিন আক্তার বলেন, কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি তিনজনকেই আটক করেছে পুলিশ।
জাগোবাংলাদেশ/এমআই

