প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সালাম (৬০) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভার ১০ তলার সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মৃত হক সাহেবের ছেলে।
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
স্থানীয় সবুজ আলী নামের এক ব্যক্তি জানান, নিহত সালাম বাইসাইকেলে চড়ে কাঠালবাগান থেকে বাজারের রাস্তায় উঠার সময় দ্রুতগামী একটি মাটি বহনকারী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তিনি আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে ইজি বাইকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, ট্রাক্টরের চাপায় সালাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশ ট্রাক্টর ও চালককে আটকের চেষ্টা করছে।
জাগোবাংলাদেশ/এমআই

