কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল। ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০ জন, সংরক্ষিত সদস্য পদে ১শ’ ২৬ ও সাধারণ সদস্য পদে ৪শ’ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ত্রিমোহিনী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি ওহেদুজ্জামান মিন্টু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান, জাহাঙ্গীর আলম সুজন, আব্বাস আলী ও শেখ কবির আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাগরদাঁড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি ওলিয়ার রহমান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আমানাত আলী ও হাতপাখা প্রতীকের ইসমাইল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মজিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি মনোজ তরফদার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, আব্দুল লতিফ খান ও আব্দুল হালিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিদ্যানন্দকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি শামছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান, ফারুক হোসেন, আলমগীর হোসেন ও হযরত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি আব্দুল কাদের বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনোয়ার হোসেন, মাসুদুর রহমান, কামরুজ্জামান লিটন ও হাতপাখা প্রতীকের আব্দুল হামিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কেশবপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি গৌতম রায়, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাউদ্দীন আলা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, আবু নইম, আয়ুব আলী ও হাতপাখা প্রতীকের আনিচুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
পাঁজিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি জসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, মিহির বসু, রিয়াজুল ইসলাম লিটন, এস এম রবিউল ইসলাম ও হাতপাখা প্রতীকের আব্দুল হামিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুফলাকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি গোলাম কিবরিয়া মনি, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, মাহাবুর রহমান, আব্দুল আহাদ ও মহির উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গৌরীঘোনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান, এস এম আলিমুজ্জামান ও রুবেল হাসনাত মহির উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাতবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি শামছুন্নাহার লিলি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার, গোলাম মোস্তফা, রেজাউল করিম, উত্তম কুমার ও হাতপাখা প্রতীকের সাইফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হাসানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি তৌহিদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান, আলমগীর হোসেন, মাহাবুর রহমান ও হাতপাখা প্রতীকের আব্দুল গফফার মোড়ল মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কেশবপুরে ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৬০ জনসহ ৫৮৬ জনের মনোনয়নপত্র জমা

