নিজস্ব প্রতিবেক : যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেওয়ারিশ মহিলার লাশ সনাক্তকরন করা হয়েছে। গতকাল(১ ডিসেম্বর) সকালে তার পরিবার নিহত ওই মহিলার লাশ সনাক্ত করে।
সড়ক দুর্ঘটনায় নিহত ময়না খাতুন(২৮) মনিরামপুর উপজেলার দোনার গ্রামের রুহুল আমিনের মেয়ে।
ময়নার বাবা রুহুল আমিন জানান, গত (২৯ডিসেম্বর) সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায় ময়না। এরপর তার পরিবার বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও পায়নি।
তিনি আরও জানান, তার মেয়ে ময়নার গত সাত আট বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখিয়েও তার সুফল মেলেনি।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, গত (৩০ নভেম্বর) মঙ্গলবার ভোরে অভয়নগরে সড়কে দূর্ঘটনায় কবলিত চেহারা বিকৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পরে নাম্বার ট্রাকিংয়ের মাধ্যমে লাশের পরিবারের ঠিকানা নিশ্চিত করে গত পরসু দিন সন্ধ্যায় তাদের জানালে। ময়নার পরিবার গতকাল সকালে এসে লাশ সনাক্ত করে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

