নিজস্ব প্রতিবেদক ॥ আব্দুর রশিদ মুন্সী নামে যশোরের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ভয়ভীতি দেখিয়ে ৭৫ লাখ টাকার ব্যাংক চেক লিখে নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগী আব্দুর রশিদ বাদী হয়ে হাসান ইমাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আসামি হাসান ইমাম শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
বাদী শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়া কবরস্থান এলাকার আব্দুর রশিদ মুন্সির অভিযোগ, তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। তার ছেলে ইব্রাহিম খলিল অনলাইনসহ অন্যান্য ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত। আসামি হাসান ইমাম তার ছেলের সাথে দীর্ঘদিন ধরে যৌথভাবে ব্যবসা করতেন। বিষয়টি আব্দুর রশিদ মুন্সি জানতেন না। গত ২৬ অক্টোবর বিকেলে আব্দুর রশিদ আসরের নামাজ আদায় শেষে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আসামি হাসান ইমাম অজ্ঞাতনামা ১৫/২০ জন সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে হাজির হন। তার সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। হাসান ইমাম তাকে বলেন যে, ‘তোর ছেলের সাথে ব্যবসার সুবাদে আমি ৭৫ লাখ টাকা পাবো। কোনো কথা বলবিনা, ব্যাংকের চেক বের করে এখনই সই করে দিতে হবে। না হলে জীবনে শেষ করে ফেলব।’ ফলে হাসান ইমামের এমন আচরণে ভয় পেয়ে তিনি এবং সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখার নিজ অ্যাকাউন্টের সাদা চেকের পাতায় সই করে দিতে বাধ্য হন। তার সই করা এই ব্যাংক চেক নিয়ে যাওয়ার সময় হাসান ইমাম তাকে হুমকি দিয়ে বলেন, ‘আগামী ২ মাসের মধ্যে তুই ৭৫ লাখ টাকা দিবি। অন্যথায় ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে’। এ কারণে বাধ্য হয়ে আব্দুর রশিদ মুন্সি আদালতে এই মামলা করেছেন।
যশোরে ভয় দেখিয়ে ৭৫ লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগে মামলা

