মোটরসাইকেলে ভোট দেওয়ায় দুই যুবক জখম

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক :চেয়ারম্যান পদে মোটরসাইকেলে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই ব্যাক্তিকে মেরে জখম করলেন নবনির্বাচিত নৌকা প্রতীকের সমার্থকরা।

ঘটনাটি ঘটেছে গতকাল সকালে মাগুরার আড়পাড়া উপজেলার তালাবাড়ি ইউনিয়নের সাবলাট গ্রামের একটি চায়ের দোকানে।
ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন ওই এলাকার বাবারতী আলী সরকারের ছেলে নজরুল(৫০) এবং তার প্র্তিবেশী মহরালী মোল্লার ছেলে জাকির(৪৫)। আহরলতরা যশোর জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন।

আহতদের অভিযোগ,  তারা আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোটরসাইকেলের প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মজনুর সমার্থন করেছিলেন। তারা মোটরসাইকেলেও ভোট দিয়েছিলেন। মোটরসাইকেলে ভোট দেওয়া নিয়ে নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজ মন্ডলের কর্মীেদের ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল(১ ডিসেম্বর) সকালে নজরুল এবং জাকির বাড়ির পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে নৌকার কর্মী সত্তার মোল্লার ছেলে আলামিন(২৭), চান্দান মোল্লার ছেলে বদর, বদরের ছেলে রাসেল সহ ৩০-৩৫ জন তাদের দুজনের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে নজরুল ও জাকির গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ