ঢাকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নির্বাচনে এক মেম্বার প্রার্থী ভোট কারচুপির অভিযোগ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক ॥ যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড নির্বাচনে এক মেম্বার প্রার্থী ভোট কারচুপির অভিযোগ করেছেন। মঙ্গলবার দুপুরে ভোট কারচুপির অভিযোগ তুলে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের কাছে লিখিত অভিযোগ দেন পরাজিত মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী সোহরাব হোসেন। এসময় নির্বাচনী ফলাফল স্থগিত করে গণনাসহ পুনঃরায় গণনার দাবি জানিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে পরাজিত মোরগ প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন উল্লেখ করেছেন, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে যশোরের মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের সুবলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ওয়ার্ডটিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তালা প্রতীকের আলমগীর সিদ্দিকী। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণার সময়ে আলমগীর সিদ্দিকীকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তাকে ১২ ভোটের ব্যবধানে পরাজিত ঘোষণা করেন। পরাজিত ঘোষণা করার জন্য প্রিজাইডিং অফিসার তার পলিং এজেন্টকে বিভিন্ন অজুহাতে ব্যস্ত রাখেন। ভোট গণনার প্রথমবার ও দ্বিতীয়বার পর্যন্ত মোরগ প্রতীক ১৩ ভোটে এগিয়ে ছিলো। কিন্তু তৃতীয়বার ভোট গণনার সময়ে প্রিজাইডিং অফিসারের কাছে একটি ফোন আসে; তার পরে তিনি বাইরে চলে যান। এর পাঁচ মিনিট পরেই বাইরে থেকে বিদ্যুৎ বন্ধ করে দেয়। এর পরেই ১০ মিনিটের মধ্যে বিদ্যুৎ চলে আসে; তখন মোরগ প্রতীককে বারো ভোটের ব্যবধানে পরাজিত করে দেয়। তখন ওই কেন্দ্রের মোরগ প্রতীকের পুলিং এজেন্ট আছর আলী ওই ফলাফল না মেনে প্রতিবাদ করেন। এমন অবস্থায় দ্রুত ঢাকুরিয়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের সুবলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটির ভোট গণনাসহ পুনঃনির্বাচনের জন্য দাবি জানান এই প্রার্থী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ