ভূমিকম্প আতঙ্কে ঢাবি’র ক্লাস-পরীক্ষা ১৫ দিনের জন্য স্থগিত, শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে ডাকসু’র বাস সার্ভিস

আরো পড়ুন

সাম্প্রতিক ভূমিকম্প আতঙ্কের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন আগামী ১৫ দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। একইসঙ্গে, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
* ঘোষণা: ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ রবিবার তাঁর ফেসবুক পোস্টে ঘোষণা দেন যে বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করা হবে।
* সময়সূচি: তিনি জানান, আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরের পর থেকে এই বাস সার্ভিস দেওয়া শুরু হবে।
* পরিষেবার ভিত্তি: শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতেই বিভিন্ন অঞ্চলে বাস বরাদ্দ করা হবে। কোন অঞ্চলের বাসের চাহিদা বেশি, সে বিষয়েও তিনি শিক্ষার্থীদের কাছে তথ্য চেয়েছেন।।

আরো পড়ুন

সর্বশেষ