শার্শাই  কাশিপুর গ্রামে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরো পড়ুন

: যশোরের শার্শা থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শার্শার কাশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত নারীদের কাছ থেকে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
* গ্রেফতারকৃতরা:
* বিউটি খাতুন (৩০), কাশিপুর গ্রামের মামুন হোসেনের স্ত্রী।
* সিমা খাতুন (২৮), কাশিপুর গ্রামের জামাল হোসেনের স্ত্রী।
পুলিশের পদক্ষেপ
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে।
তিনি নিশ্চিত করেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ