নরসিংদীতে শক্তিশালী ভূমিকম্পের তাণ্ডব: অর্ধশতাধিক আহত, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন!

আরো পড়ুন

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫.২ থেকে ৫.৭ মাত্রার এই কম্পনটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী (মতান্তরে ঘোড়াশাল)। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে পুরো নরসিংদী জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
ভূমিকম্পের ফলে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে।
* দুর্ঘটনা: ভূমিকম্পের কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়।
* ক্ষয়ক্ষতি: এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অন্যান্য ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
* উদ্ধার: পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সহিদ জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
* বিদ্যুৎ সরবরাহ: ঘোড়াশাল ও পলাশ এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং বিকল্প উপায়ে বিদ্যুৎ সঞ্চালনের চেষ্টা চলছে।
আহত অর্ধশতাধিক, ভবনে ফাটল
ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি এবং ভবন ধসের ঘটনায় জেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
* আহতদের সংখ্যা: নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গুলশানা কবির জানান, ভূমিকম্পে আহত হয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এখনও রোগী আসছে।
* ভবন ধস: নরসিংদীর গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের দেয়াল ধসে পাশের একতলা বাড়ির ওপর পড়ে। এতে বাড়ির মালিক দেলোয়ার হোসেন, তার ছেলে ওমর ও মেয়ে তাসফিয়া আহত হন। দেলোয়ার ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
* ফাটল ও ক্ষতি: ঘোড়াশাল এলাকার ৬টি বাড়ি এবং এস এ প্লাজা নামের সাততলা শপিংমলে ফাটল দেখা দিয়েছে। ঘোড়াশাল বাজারের বিভিন্ন ভবনের ছাদ থেকে দেয়ালের ইট পড়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
* মাদ্রাসায় ফাটল: ঘোড়াশাল ঈদগাহ রোডের মারকাসুল সুন্নাহ তাহফিজুল কুরআন সুন্নাহ মাদরাসা ভবনের ৬ তলার ৪-৫টি স্থানে ফাটল ধরেছে।
প্রশাসনের তৎপরতা
নরসিংদী পুলিশ সুপার মেনহাজুল আলম গাবতলী এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন। তিনি জানান, যেকোনো দুর্যোগে জেলা পুলিশ সর্বদা মানুষের পাশে রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ