পাবনায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যান উল্টে ২ স্কুলছাত্রসহ নিহত ৩, আহত ২

আরো পড়ুন

পাবনা সদর উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোভ্যান উল্টে গিয়ে দুই স্কুলশিক্ষার্থীসহ মোট তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সকালে একটি অটোভ্যান পাবনা শহরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী বাঁশবোঝাই ট্রাকটি অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে দুজন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে, তবে দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

আরো পড়ুন

সর্বশেষ