সাগরিকা এলাকায় ট্রাক-ট্রেন সংঘর্ষে লাইনচ্যুত ইঞ্জিন, পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ

আরো পড়ুন

সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় চালবোঝাই একটি ট্রাকের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ভোরে ঘটা এই দুর্ঘটনার কারণে ওই গুরুত্বপূর্ণ রুটে পণ্যবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্রমতে, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। সাগরিকা রেলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল উপেক্ষা করে রেললাইন অতিক্রমের চেষ্টা করে এবং ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পর পরই রেলওয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন, “সাগরিকা এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের জেরে মালবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে এই রুটে যেহেতু শুধুমাত্র পণ্যবাহী ট্রেন ও কনটেইনার পরিবহন করা হয়, তাই যাত্রীবাহী ট্রেনের স্বাভাবিক চলাচলে কোনো প্রভাব পড়েনি।”
রেলওয়ে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করে রেললাইনটি পুনরায় সচল করা সম্ভব হবে। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ট্রাকচালকের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ।

আরো পড়ুন

সর্বশেষ