যশোর পৌরসভা ও সুইসকন্ট্যাক্টের মধ্যে ‘সম্প্রীতি প্রকল্প’ নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর

আরো পড়ুন

যশোর পৌরসভা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইসকন্ট্যাক্ট-এর মধ্যে ‘সম্প্রীতি প্রকল্প’ বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটির লক্ষ্য হলো জলবায়ু অভিবাসীদের পৌর পরিকল্পনা ও সেবা কাঠামোর সঙ্গে অন্তর্ভুক্ত করে সহনশীল, ন্যায়সঙ্গত ও টেকসই নগর ব্যবস্থা গড়ে তোলা।

বৃহস্পতিবার বিকেলে যশোর পৌর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সুইসকন্ট্যাক্ট যশোর পৌরসভার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্যভিত্তিক নগর পরিকল্পনা প্রণয়ন এবং অন্তর্ভুক্তিমূলক সেবা ব্যবস্থাপনা জোরদারে কারিগরি সহায়তা দেবে।

প্রকল্পটি স্থানীয়ভাবে পরিচালিত ও জলবায়ু-সংবেদনশীল নগর সুশাসন এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন

তারা বলেন,

“এই সমঝোতা স্মারক যশোরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচন করবে। স্থানীয়ভাবে পরিচালিত, তথ্যনির্ভর ও অংশীদারিত্বভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর উন্নয়ন সম্ভব।”

আরো পড়ুন

সর্বশেষ