মণিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আরো পড়ুন

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে নেহালপুর পালবাড়ী এলাকার তরুণ পালের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পাঁচজন সদস্য অসুস্থ হয়ে পড়েন।
মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্ত তরুণ কুমার পাল মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তরুণ কুমার পাল জানান, সোমবার রাত ১০টার দিকে পরিবারের সবাই রান্নাঘরে রাখা রাতের খাবার (ধারণা করা হচ্ছে ডালে) খেয়ে ঘুমিয়ে পড়েন। দুর্বৃত্তরা এর আগেই খাবারে চেতনানাশক মিশিয়ে দিয়েছিল। পরিবার অচেতন হয়ে পড়লে চোরচক্র বসতঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা শোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার এবং গরু বিক্রির নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, খাবার খাওয়ার পর থেকেই তাদের মাথা ঘোরাচ্ছিল ও বমি বমি ভাব হচ্ছিল। সকালে ঘুম ভাঙার পর তাঁরা ঘরের জিনিসপত্র এলোমেলো ও শোকেস ভাঙা দেখতে পান।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে তিনি ও থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চেতনানাশক মেশানো খাবার খেয়ে অসুস্থ পাঁচজনের মধ্যে তরুণ পালের মেয়ে ও নাতি এখনো পুরোপুরি সুস্থ হননি। পুলিশ ঘটনার তদন্ত করছে। পরিবারের দাবি অনুযায়ী, প্রায় ৫-৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট হয়েছে। ঘটনাস্থল থেকে চোরেরা একটি শাবল ও সেলাই রেঞ্জ ফেলে গেছে।

আরো পড়ুন

সর্বশেষ