যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা এবং ২ কেজি বিস্ফোরক উপাদানসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক আসামি পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তি হলেন শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে শাহাজান আলী (৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে সাতটার দিকে শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা রামচন্দ্রপুর (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে শাহাজান আলীকে গাঁজাসহ আটক করা হয়, তবে তার সঙ্গে থাকা আরেকজন আসামি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বিস্ফোরক উপাদানের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৬০ হাজার টাকা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম নিশ্চিত করেছেন যে, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
শার্শায় ১০ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরকসহ একজন আটক

