যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে হেরোইনসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মোসাঃ রেহেনা আক্তার এই রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের এপিপি কাজী সেলিম রেজা ময়না বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্তরা হলেন:
* ইয়াসিন (বেনাপোলের দিঘীরপাড় গ্রামের শফিকুল ইসলামের ছেলে)
* সোহাগ (বেনাপোলের দিঘীরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে)
মামলার বিবরণ:
মামলার সূত্র অনুযায়ী, ২০১৮ সালের ২৪ জুলাই বিকেলে যশোরের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালাচ্ছিল। গোপন সূত্রে তারা খবর পায় যে, পান্তাপাড়া গ্রামে একটি মাদক চক্র অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। এসময় ইয়াসিন ও সোহাগকে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের ধাওয়া করে। পালানোর চেষ্টার সময় পুলিশ তাদের আটক করে।
তল্লাশির সময় ইয়াসিনের কাছ থেকে ৩০০ গ্রাম এবং সোহাগের কাছ থেকে আরও ৩০০ গ্রাম—মোট ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক বাজার মূল্য ছিল ৬০ লাখ টাকা।
এ ঘটনায় ডিবির এসআই খাইরুল আলম বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর শার্শা থানার এসআই সেকেন্দার আবু জাফর ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
আদালতের রায়:
সর্বশেষ, সোমবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক ইয়াসিন ও সোহাগ—এই দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

