আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের সদস্য আনোয়ার যশোর থেকে ফের আটক

আরো পড়ুন

যশোর কোতোয়ালি থানা পুলিশ আন্তঃজেলা চোর চক্রের এক সক্রিয় সদস্য আনোয়ার হোসেনকে চোরাই ইজিবাইকসহ আটক করেছে। সোমবার সকালে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আনোয়ার হোসেন যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
আগেও আটক হয়েছিলেন ফরিদপুরে
কোতোয়ালি থানার এসআই মিনারা আলম জানান, এটি আনোয়ার হোসেনের দ্বিতীয়বারের মতো আটক হওয়ার ঘটনা। এর আগে গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ যশোর কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে পালবাড়ি থেকেই প্রথমবার আটক করেছিল।
ওই সময় আনোয়ারের তথ্যের ভিত্তিতে আক্তার হোসেন নামে আরও একজনকে আটক করা হয়। আক্তার হোসেনের বাড়ি থেকে তখন তিনটি চোরাই ইজিবাইক, ব্যাটারি, চার্জারসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
জামিনে মুক্ত হয়ে ফের চুরি
এসআই মিনারা আলম আরও জানান, ৯ সেপ্টেম্বরের ঘটনায় ফরিদপুর পুলিশ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং তিনি কিছুদিন জেল খাটার পর জামিনে মুক্ত হন।
তবে, আরেকটি চুরির ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সোমবার সকালে যশোর কোতোয়ালি থানা পুলিশ তাকে পালবাড়ি এলাকা থেকে পুনরায় আটক করে। পুলিশ নিশ্চিত করেছে যে আনোয়ার হোসেন আন্তঃজেলা ইজিবাইক চোরচক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ইজিবাইক চুরি এবং চোরাই ইজিবাইক কেনাবেচার একাধিক অভিযোগ রয়েছে।
(দ্রষ্টব্য: মূল লেখায় “যশোর ভ্রমণ গাইড” শিরোনামটি খবরের সাথে সম্পর্কযুক্ত না হওয়ায় এটি বাদ দেওয়া হয়েছে।)

আরো পড়ুন

সর্বশেষ