ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডিইউএস) নির্বাচনে ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তাঁর দাবি, ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদের হাতে লিফলেট আকারে তালিকা বিতরণ করা হচ্ছে, যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে কাকে ভোট দিতে হবে।
একটি ফেসবুক পোস্টে উমামা দুটি ধরনের তালিকার ছবি প্রকাশ করেছেন। এর মধ্যে একটি কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের তালিকা, আরেকটি হল সংসদের তালিকা। উভয় তালিকায় একটি নির্দিষ্ট শিবিরের প্রার্থীদের নাম উল্লেখ আছে। বিশেষ করে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের বাইরে এসব লিফলেট বিতরণের অভিযোগ ওঠে।
লিফলেটের একপাশে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের নাম থাকলেও অপর পাশে হল সংসদে স্বতন্ত্র পরিচয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম দেওয়া হয়েছে। উমামার দাবি, শুধু বাইরে নয়, কিছু তালিকা পোলিং বুথের ডেস্কের নিচেও পাওয়া গেছে।
শুধু শহীদুল্লাহ হল নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কেন্দ্র থেকেও একই ধরনের অভিযোগ এসেছে। বেশ কিছু গণমাধ্যমও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, ভোটের আগে এ ধরনের তালিকা বিতরণ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

