ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম তুষার সাধারণ বীমা করপোরেশনের জুনিয়র অফিসার (গ্রেড-১০) পদে প্রাথমিকভাবে নির্বাচিত হলেও নিয়োগপত্র পাননি। তুষারের অভিযোগ, তাকে রাজনৈতিক ট্যাগের কারণে চাকরিতে যোগদানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি জানান, ফল প্রকাশের পর জুলাইয়ে নিয়োগপত্র ইস্যু হওয়া সত্ত্বেও আগস্টে অন্যরা পদে যোগদান করেছে, কিন্তু তার হাতে কোনো নিয়োগপত্র পৌঁছায়নি। তুষার বলেন, “আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত— তা প্রমাণ করার কোনো সুযোগ নেই। বরং সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় আমাকে ‘আওয়ামী ট্যাগ’ দিয়ে চাকরিতে বাধা দেওয়া হয়েছে।”
তুষারের দাবি, এই ঘটনা তার ৪৬তম বিসিএসের পরীক্ষাতেও প্রভাব ফেলেছে। বর্তমানে তিনি টিউশনি ও ফ্রিল্যান্সিং করে পরিবার চালাচ্ছেন।
সাধারণ বীমা করপোরেশন আনুষ্ঠানিক মন্তব্য না করলেও একজন কর্মকর্তা জানান, “গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকতে পারে, যা সাধারণত বিবেচনায় নেওয়া হয়।” তুষার ইতোমধ্যেই করপোরেশনের এমডি, জিএম ও ডিজিএমের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পুলিশ ভেরিফিকেশন পুনর্বিবেচনার জন্য লিখিত আবেদন দিয়েছেন।
জুলাইয়ে অন্তর্বর্তী সরকার চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় যাচাই বাতিল করলেও তুষারের অভিযোগে দেখা যাচ্ছে, বাস্তবে গোয়েন্দা প্রতিবেদনের প্রভাব এখনও বজায় আছে।

