যশোরের বকচর চয়নিকা তেল পাম্পের সামনে থেকে একটি দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটক যুবকের নাম রুহুল আমিন রুলা, যিনি শহরের শংকরপুর নাজিরপাড়ার বাসিন্দা এবং রবিউল ইসলামের ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, তারা গোপন সূত্রে খবর পান—ওই এলাকায় এক যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করছে এবং এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে রাত ১০টা ৫০ মিনিটে রুহুল আমিনকে আটক করে। তার পকেট থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পরে রুহুল আমিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

