যশোরে মাদকবহনকারী মোটরসাইকেল চক্রের ৫ সদস্য আটক

আরো পড়ুন

র‌্যাব-৬ যশোর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবি পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে। অভিযানে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তারা জানতে পারে, তিন যুবক একটি মোটরসাইকেল (যশোর-ল-১১-১৩৩৩) নিয়ে মণিহার এলাকার একটি বাস কাউন্টারের সামনে অবস্থান করছে। সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটককৃতরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আবুল তালেব মোল্লার ছেলে আলমগীর হোসেন, যশোরের শার্শা উপজেলার ইছাপুর গ্রামের শাহজাহান খাঁর ছেলে জিয়াউর রহমান এবং শহরের শেখহাটি এলাকার মুকুল হোসেনের ছেলে হাফিজুর রহমান মেহেদী। এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, বিজিবির একটি টহল দল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল সড়কের দায়তলা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহন থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের আমির আলীর ছেলে ইয়াকুব হোসেন (২৯) নামে এক যুবককে আটক করে, যার কাছ থেকে উদ্ধার করা হয় ২৯ বোতল ফেনসিডিল।

এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাইদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার ফতেপুর দক্ষিণপাড়া এলাকা থেকে রনি শেখ (২৯) নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুমারখালী গ্রামে। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুই হাজার পিস ইয়াবা।

সব অভিযানের ক্ষেত্রেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ