সারাদেশে ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মব সন্ত্রাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোর জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগ বুধবার সন্ধ্যা ৭টায় মশাল মিছিল বের করে।
মিছিলটি পার্টির জেলা কার্যালয়, নীলরতন ধর সড়ক থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এবং শেষে পার্টি অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান।
এসময় মিছিলের নেতৃত্ব দেন কমরেড তসলিম উর রহমান, কমরেড জিল্লুর রহমান ভিটু, শহর কমিটির সম্পাদক কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড হাবিবুর রহমান মোহন, সদর উপজেলার নেতা কমরেড শাহাবুদ্দিন বাটুল ও কমরেড পিল্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

