টিউলিপকে দুর্নীতিবাজ বললেন ইলন মাস্ক

আরো পড়ুন

ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পদত্যাগের ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগের মুখে পদত্যাগের পর, টেসলার সিইও ইলন মাস্ক তাকে “দুর্নীতিবাজ” হিসেবে আখ্যা দিয়েছেন।
473443531 1363403778353621 5566903745815331002 n.jpg? nc cat=110&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=Hdh86Zea2sgQ7kNvgGTl1 i& nc zt=23& nc ht=scontent.fjsr17 1টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাতের অভিযোগের পাশাপাশি একটি ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগও রয়েছে। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ফ্ল্যাটটি তাকে উপহার দেন তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন আবদুল মোতালিফ।

ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টিউলিপের  বিরুদ্ধে কঠোর মন্তব্য করে বলেন, দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত ছিলেন। টিউলিপের পদত্যাগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও সমালোচনার মুখে পড়েছেন, কারণ টিউলিপ তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

বাংলাদেশ এবং যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে বড় পরিসরে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ