আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। এ বৈঠকের বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের বৈঠকে জুলাই ঘোষণাপত্রের বিষয় নির্ধারণ হবে। গত ৯ জানুয়ারি তিনি আরও বলেছিলেন, ঘোষণাপত্র সরকার দেবে না, বরং সরকার এই প্রক্রিয়াকে সহায়তা করছে। এটি আসবে সকলের ঐকমত্যের ভিত্তিতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গত ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের পরিকল্পনা করেছিল। এই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়। তবে, সরকার তখন স্পষ্ট করেছিল যে তারা এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত নয়।
পরে, ৩০ ডিসেম্বর রাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ওই রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করে এবং ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
উপদেষ্টা মাহফুজ আলম গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অনেক আলোচনা হবে। ঘোষণাপত্র সরকারের নয়, বরং এটি সবার ঐকমত্যের ভিত্তিতে হবে। সব রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সম্মতিতে এই ঘোষণাপত্র তৈরি করা হবে, যা দেশের জন্য মঙ্গলজনক হবে।”

