যশোরের বেনাপোল সীমান্তে ৬২ কেজি গাঁজাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বাহাদুরপুর সীমান্তের ১২০০ গজ বাংলাদেশের ভেতরে যৌথ অভিযান চালিয়ে এই মাদকসহ তাদের আটক করেন।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের রহিমের ছেলে জসিম (৩৮), একই গ্রামের জাকিরের ছেলে সাগর (৩৫), এবং দুর্গাপুর গ্রামের মমিনের ছেলে ইমরান (২৯)।
মাদক উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লে. মো. রাসেল ও বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার নিতিশ চন্দ্র। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পথে মাদকের চোরাচালান প্রতিহত করতে এই অভিযান চালানো হয় এবং তাতে মাদকসহ পাচারকারীদের আটক করা সম্ভব হয়।
জাগো/মেহেদী

