খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও ফায়ার সার্ভিস মঙ্গলবার (৫ মার্চ) নগরীর আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যবেক্ষণে অভিযান পরিচালনা করে।
অভিযানে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নগরীর সেফঅ্যান্ডসেভসহ আটটি হোটেল-রেস্টুরেন্টকে শোকজ করা হয়।
একইসঙ্গে ৪৫ দিনের মধ্যে আবাসিক ভবন থেকে রেস্টুরেন্ট অপসারণ না করলে ও প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকলে জরিমানা, প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জাগো/এসআই

