খুলনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা: স্বামী আটক

আরো পড়ুন

স্ত্রীকে সন্দেহ করার জেরে খুলনা মহানগরীর লবণচোরা থানার দরগা সবুজ পল্লি এলাকায় নিজ বাড়িতে স্ত্রী ডলিকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন স্বামী হাসান (৫৫)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন মাসুম নিশ্চিত করেছেন, ‘সন্দেহ থেকে সৃষ্ট পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।’ এই দম্পতির দুই ছেলে-মেয়ে রয়েছে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জনতার হাতে আটক হাসানকে হেফাজতে নেয়। নিহত ডলির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য তা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

সর্বশেষ