খুলনা কারাগারে সংঘর্ষ: তিন হাজতিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর

আরো পড়ুন

খুলনা জেলা কারাগারের অভ্যন্তরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন হাজতিকে ঢাকার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে পুলিশ প্রহরায় প্রিজন ভ্যানে করে তাদের স্থানান্তর করা হয়। কারাগার সূত্রে জানা গেছে, এ ঘটনায় আরও যারা জড়িত, তাদেরও পর্যায়ক্রমে ঢাকায় পাঠানো হবে।
খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, কারাগারের ভেতরে মারামারির ঘটনাটি রাতে কারা হেড কোয়ার্টারকে জানানো হয়। এ ঘটনায় কয়েকজনের একটি তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। পরে সেখান থেকে আসামিদের স্থানান্তরের নির্দেশ আসে। প্রাথমিক পর্যায়ে সকালে কালা তুহিন, গ্রেনেড বাবুর ছোটভাই রাব্বি এবং জিতুকে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। তিনি আরও জানান, নামের তালিকায় থাকা বাকিদেরও পরবর্তীতে ঢাকায় পাঠানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ