খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত,

আরো পড়ুন

নগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজু (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর লবণচরা এলাকার তিন রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রাজু লবণচরা আশি বিঘা এলাকার জাহাঙ্গীরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাজু তিন রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছিলেন। ঠিক সেই সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান।
খুমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা উদ্ধার
লবণচরা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছুড়েছিল।”
পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে ৪টি গুলির খোসা উদ্ধার করেছে। ওসি জানান, কারা এবং কেন এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ