মোংলা বন্দর থেকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়া যাওয়ার সময় এমভি ইশরা মাহমুদ নামক একটি লাইটার জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে।
জাহাজটি পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় ডুবোচরে আটকে যায় এবং তলার ফাটল দেখা দেয়। দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নৌযানটি নদীর তীরে উঠিয়ে দেওয়া হয় এবং ডুবে যাওয়া থেকে রক্ষা করা হয়।
লাইটারটির পরিচালক মো. সাকির মুঠোফোনে জানান, ডুবোচরে আটকে যাওয়ার কারণে নৌযানে ফাটল দেখা দেয়। এতে করে পানি ঢুকতে শুরু করে। তাই নদীর চরে রেখে সেখান থেকে অন্য একটি বার্জে কয়লা অপসারণ করে ফেলা হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপটেন শাহীন মজিদ জানান, যেহেতু লাইটারে থাকা কয়লা অন্য জাহাজে অপসারণ করে ফেলা হচ্ছে, এর ফলে দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনাকবলিত লাইটারটি চ্যানেল থেকে সরিয়ে ফেলা সম্ভব হবে। এ দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ বা নৌযান চলাচলে কোনো প্রভাব পড়েনি। অন্য সময়ের মতো স্বাভাবিক রয়েছে।

