বাগেরহাটে বিএনপির ২ গ্রুপের মধ্য, সংঘর্ষ

আরো পড়ুন

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াাইড় গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুরো গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়ন কমিটির পদ নিয়ে বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ও শেখ রুহুল আমিনের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে ১৫ জন আহত হন, যাদের মধ্যে ৫ জনকে খুলনা ও বাগেরহাটে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসী জানান, সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। অনেক নারী ও শিশুও আহত হয়েছে। ঘটনাস্থলে এখনো আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে, এবং ভুক্তভোগী পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। হামলায় আহত হেনা আক্তার জানান, তাদের সবকিছু পুড়িয়ে দেয়া হয়েছে। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম জানান, বিএনপিতে কোনো গ্রুপ নেই, বরং এলাকাবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে। পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ