বাগেরহাটের রামপালে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত

আরো পড়ুন

বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে দুই পক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করে, যা গুরুতর আহত অবস্থায় তাদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে হয়।

আহত ব্যক্তিরা হলেন — কুমলাই গ্রামের মোসলেম সরদারের ছেলে সরদার ডালিম (৪০), সরদার ফেরদৌসের ছেলে সরদার মাসুদ করিম (৩০) এবং ইয়াছিন সরদারের ছেলে মারুফ সরদার (৪০)।

আহত ডালিম ও মাসুদ অভিযোগ করেন যে, বুধবার দুপুর ১টার দিকে কুমলাই গ্রামের সরদার বাড়ির চার রাস্তার মোড়ে ইকরাম সরদারের দোকানের সামনে মারুফ সরদার ও তার ভাইপো সাব্বির সরদার ধারালো ছুরি ও দা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

সংঘর্ষের সময় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়, যা আরও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে অভিযুক্ত মারুফ সরদারের ভাই সরদার বাকি বিল্লাহ জানান, মারুফ মাদক বেচাকেনা বন্ধ করতে বলায় প্রতিপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। তবে আহত ডালিম ও মাসুদ এই অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন যে, মারুফ নিজেই মাদকসেবী।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা জানান, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, তবে অভিযোগ পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ