বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের সরালিয়া গ্রামে সোমবার রাত ২টার দিকে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমান জিকুর বাড়িতে জানালা ভেঙে ৬ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে তারা।
ডাকাতরা পাঁচটি আলমারি ভেঙে ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩৫ হাজার টাকা লুট করে। ফজরের আজানের সময় সবার হাত-পায়ের বাঁধন খুলে দিয়ে ডাকাতরা চলে যাওয়ার আগে বৃদ্ধা লিপি বেগমের কাছে ক্ষমা চায়।
মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন জানান, ঘটনা সম্পর্কে জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে।

