ঘোড়দৌড় দেখলো যশোরের কয়েক হাজার মানুষ

আরো পড়ুন

যশোরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামবাসীর আয়োজনে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় হৈবতপুর, চুড়ামনকাটি, ইছালী, কাশিমপুর, চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নসহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ খেলা দেখতে আসেন। পাঁচ রাউন্ডের খেলায় ৪০ জন প্রতিযোগী অংশ নেন।

প্রতিযোগিতায় চৌগাছার দশপাকিয়া গ্রামের মিলন হোসেন প্রথম, নড়াইলের শাহিন হোসেন দ্বিতীয় ও সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের রাশেদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন। শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

প্রতিযোগিতার বিস্তারিত

প্রতিযোগিতাটি ৪০০ মিটার দূরত্বে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে ২৫ জন প্রতিযোগী অংশ নেন। এরপর প্রতি রাউন্ডে দশজন করে প্রতিযোগী অংশ নেন। শেষ পর্যন্ত তিনজন প্রতিযোগী চূড়ান্ত রাউন্ডে অংশ নেন।

চূড়ান্ত রাউন্ডে মিলন হোসেন প্রথম, শাহিন হোসেন দ্বিতীয় ও রাশেদুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ টাকা, মোবাইল ফোন ও ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়।

জাগো/এসআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ