২০২৪ সালে ক্রীড়াজগতে উত্তাপের দেখা এখনো খুব একটা মেলেনি। কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, খুব শীঘ্রই এই উত্তাপের সূচনা হতে যাচ্ছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগমনী বার্তা ইতিমধ্যেই জানান দিয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। সেখানে তারা প্রস্তুতি ম্যাচের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছে। আজ (১৪ জানুয়ারি) দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তারা।
শ্রীলঙ্কা অবশ্য একেবারেই অচেনা প্রতিপক্ষ নয় বাংলাদেশের জন্য। সদ্য সমাপ্ত এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়েই সেমিফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। সেই ম্যাচে সেঞ্চুরিও পেয়েছিলেন আশিকুর রহমান শিবলী।
বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচিতে পরের ম্যাচ ১৭ জানুয়ারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের পরই ২০ তারিখ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে।
জাগো/এসআই

