যশোর-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী সুকৃতি মন্ডলের কাছ থেকে টাকা গ্রহণের অভিযোগে কোতয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রহমতকে শুক্রবার পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সুকৃতি মন্ডল রিটার্নিং অফিস বেরিয়ে এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দায়িত্ব পালনরত এএসআই রহমতকে খাবারের জন্য টাকা দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে।
এই কারণে শুক্রবার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার শুক্রবার এএসআই রহমতকে পুলিশ লইন্সে ক্লোজের আদেশ দিয়েছেন।

