চুয়াডাঙ্গায় হারানো শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

আরো পড়ুন

চুয়াডাঙ্গার জীবননগরে সেলিনা খাতুন (৬) নামের হারিয়ে যাওয়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে জীবননগর থানা পুলিশ। সোমবার বিকেলে শিশুকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেন। শিশুটি সীমান্ত ইউনিয়ন গোয়ালপাড়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সীমান্ত ইউনিয়ন নতুনপাড়া গ্রামে শিশুটিকে একা রাস্তায় ঘোরাফেরা করে পরে সন্ধ্যার দিকে রাস্তার পাশে কাঁদতে দেখে স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এ সময় শিশুটি তার নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় স্থানীয় এক ব্যক্তি তার বাসায় নিয়ে রাখেন। পরে স্থানীয় কয়েকজন ফেসবুকে শিশুটির ছবিসহ একটি পোস্ট দেন। ওই পোস্ট জীবননগর থানা পুলিশের নজরে আসে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়।

হারিয়ে যাওয়া শিশুর মামা সোলাইমান মিয়া বলেন, আমার ভাগ্নি সেলিনা খাতুন মানসিকভাবে অসুস্থ। সে প্রায় এভাবে বাড়ি থেকে পালিয়ে যায়। আমার বোন ও বোনের স্বামী ঢাকাতে থাকে। তাদের তিন কন্যার মধ্য সেলিনা সবার ছোট। গত ২০ আগস্ট শিশুটিকে আমাদের বাড়িতে বোনজামাই রেখে তারা ঢাকায় ফিরে যায়। সে গত ২৮ আগস্ট এভাবে বাড়ি থেকে পালিয়ে যায়, পরে আমরা স্থানীয়দের সহযোগিতায় তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসি। এরপর সে গত রোববার সে আবার বাড়ি থেকে পালিয়ে গেলে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় আমরা পুনরায় তাকে ফিরে পাই।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান শিশুটিকে তার মামা-নানার কাছে তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারি একটি বাচ্চা পাওয়া গেছে। পরবর্তীতে থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে পাঠায় এবং প্রকৃত অভিভাবককে খুঁজে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকৃত অভিভাবকের নিকট বাচ্চাটিকে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ