যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুরে বজ্রপাতে শরিফুল ইসলাম (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শরিফুল ইসলাম ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (২৩ আগস্ট) প্রতিদিনের মতোন সকালে জমিতে কৃষি কাজ করতে যায় বিকেল হয়ে গেলেও শরিফুল ইসলাম বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সন্ধ্যা পর থেকে খোঁজাখুঁজি করার পরও তাকে পাওয়া যায়নি। পরদিন (২৪ আগস্ট) বজ্রপাতে নিহত শরিফুল ইসলাম সকাল ৭টার সময় পশ্চিম মাঠে গায়ে পোড়া অবস্থায় নিজের ধানক্ষেতে পাওয়া যায়। এলাকাবাসী নিহত শরিফুল ইসলাম উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, বজ্রপাতে শরিফুল ইসলামের মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জালাল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

