নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর-২ আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী। প্রচারণার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাত অবধি চৌগাছা পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন তিনি।
সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে চৌগাছা পৌরসভার কুটিবাড়ির মোড়, ৯নং ওয়ার্ড, চানপুর গ্রাম ও হুদা চৌগাছা এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান সাবিরা সুলতানা। এ সময় তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
বিকেলে তিনি সদর ইউনিয়নের গ্রামীণ জনপদে প্রচারণায় নামেন। দিঘলসিংহা, মসমপুর, বেড়গোবিন্দপুর, উত্তর কোয়াপাড়া, দক্ষিণ কোয়াপাড়া, লস্করপুর ও আক সেন্টার পাড়াসহ বিভিন্ন গ্রামে পথসভায় অংশ নেন তিনি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিটি পথসভা এক পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিণত হয়।
গণসংযোগকালে প্রার্থীর সাথে যশোর জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
* জেলা পর্যায়: জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ইসাহক।
* উপজেলা পর্যায়: উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার।
* পৌর পর্যায়: পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।
এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলীবুদ্দিন খানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের স্থানীয় ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রচারণায় অংশ নিয়ে সাবিরা সুলতানার পক্ষে লিফলেট বিতরণ ও স্লোগান দেন।

