যশোরের সদর উপজেলার খামার বাগডাঙ্গা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ শিবলু নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক শিবলু খামার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিমের ছেলে।
বৃহস্পতিবার সকাল নয়টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিবির এএসআই শফিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালান। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে শিবলু। তারসাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলার পর বৃহস্পতিবার শিবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

