কুষ্টিয়ায় পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আরো পড়ুন

কুষ্টিয়ায় পুকুর থেকে রাজিয়া খাতুন সুমি (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মৃত বাদশা প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম নামের এক যুবককে পুলিশ আটক করেছে।

গৃহবধূর স্বামী রকিব আলী বলেন, রাতে ঘরে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হলেও আর ফেরেননি। খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার বিবস্ত্র মরদেহ ভাসতে দেখি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে ভাসমান অবস্থায় বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামে এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ