শিরোপা জয়ে শীর্ষে মেসি

আরো পড়ুন

বিশ্বকাপ জিতে গত ডিসেম্বরেই বৃত্ত পূরণ করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেখানেই থেমে যেতে চাননি আর্জেন্টিনার অধিনায়ক। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের ফুটবলকে বিদায় বলে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। যে দেশে জনপ্রিয়তায় ফুটবলের অবস্থান ৪ নম্বরে, সেই দেশেই তিনি জাগিয়ে দিলেন নতুন ফুটবল-উন্মাদনা।

তলানিতে পড়ে থাকা একটি দলকে অভিষেকের মাত্র এক মাসের মধ্যে এনে দিলেন নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও। আজ লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারায় মেসির দল ইন্টার মায়ামি।

এর মধ্য দিয়ে নিজের ট্রফি ক্যাবিনেটটাও আরেকটু সমৃদ্ধ করে নিলেন মেসি। ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরে উঠলেন মেসি। এ পথে তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে। যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে আটক ব্রাজিলিয়ান তারকা আলভেজ তার ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। তাকে ছাড়িয়ে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা। এখানেই হয়তো শেষ নয়। সামনের দিনগুলোয় মেসির নামের সঙ্গে হয়তো যুক্ত হবে নতুন নতুন শিরোপা।

মেসির ৪৪ শিরোপা
বার্সেলোনা (৩৫)
লা লিগা: ১০
কোপা দেল রে: ৭
সুপারকোপা: ৮
চ্যাম্পিয়নস লিগ: ৪
উয়েফা সুপার কাপ: ৩
ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩
পিএসজি (৩)
লিগ ‘আঁ’: ২
ট্রফি দে চ্যাম্পিয়নস: ১
ইন্টার মায়ামি (১)
লিগস কাপ: ১
আর্জেন্টিনা (৫)
ফিফা বিশ্বকাপ: ১
কোপা আমেরিকা: ১
লা ফিনালিসিমা: ১
অলিম্পিক: ১
যুব বিশ্বকাপ: ১

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ